ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বলেন, তেহরান নয়, বরং ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে।
মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদের এক সম্মেলনে ট্রাম্প মধ্যপ্রাচ্যকে অস্থীতিশীল করার জন্য ইরানকে দায়ী করেন। বলেন, দেশটির সরকার জনগণের সম্পদ চুরি করে বিদেশে সন্ত্রাস ও রক্তপাতে অর্থায়ন করছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানিয়ে ‘অগণিত প্রাণহানির’ জন্যও ইরানকে দায়ী করেছেন ট্রাম্প।
ট্রাম্পের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি অত্যন্ত বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি। ইরানি জাতি অন্যান্য আঞ্চলিক দেশগুলোর মতোই অগ্রগতি ও সমৃদ্ধির দিকে অগ্রসর। এই আকাঙ্ক্ষাই লালিত করে। মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি ইরানের অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করেছে।’
তিনি আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের অপরাধের প্রতি দৃষ্টিপাত করছেন না। বরং ইরানকে মধ্যপ্রাচ্যের হুমকি হিসেবে উপস্থাপন করতে চান। ইরান পররাষ্ট্রমন্ত্রী তেহরান এই অঞ্চলের ‘পতন ও দুর্ভোগ’ সৃষ্টি করছে না, বরং ইসরায়েল অস্থিতিশীলতা তৈরি করছে।