ইয়েমেন থেকে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার সময় নাগরিকদের সতর্ক সংকেত (সাইরেন) বাজানো হয় বলে জানানো হয়েছে।
এর আগে সোমবার (১৯ মে) এবং গত বৃহস্পতিবারও ইসরায়েলে একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি।
এ বিষয়ে সেনাবাহিনী জানায়, হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, সেটিও তারা প্রতিহত করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদারদের চলমান হত্যা-নির্যাতনের প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ হামলাগুলো চালিয়ে আসছে তারা।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে হুতিরা। সেখানে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।
তবে ইসরায়েলে হুতিদের চলমান ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :