ওমানের মধ্যস্থতায় রোমে অনুষ্ঠিত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত পঞ্চম দফার পরমাণু আলোচনা। উভয়পক্ষই আলোচনাকে ‘গঠনমূলক’ বললেও তাতে কোনো বাস্তব অগ্রগতি হয়নি।
বিশ্লেষকদের মতে, পাঁচটি প্রধান কারণ আলোচনাকে বারবার অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। কারণগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক-
১. ইউরেনিয়াম সমৃদ্ধকরণে দ্বিমত
এই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অপরদিকে, ইরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ।
মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ বলেছেন, ‘এক শতাংশ সমৃদ্ধকরণও মেনে নেওয়া যাবে না।’ অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কড়া জবাব- ‘শূন্য সমৃদ্ধকরণ মানেই চুক্তি অসম্ভব।’
২. আলোচনার পরিধি নিয়ে মতবিরোধ
তেহরান চায় আলোচনা সীমিত থাকুক শুধু পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ে। কিন্তু যুক্তরাষ্ট্র এতে যুক্ত করতে চাইছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের কার্যকলাপ।
এ বিষয়ে ইরান বলছে, এসব তাদের প্রতিরক্ষা এবং সার্বভৌম অধিকার, যা আলোচনার বিষয় হতে পারে না।
৩. নিষেধাজ্ঞা আরোপের বিরূপ প্রভাব
আলোচনার আগ মুহূর্তেই ওয়াশিংটন ইরানের নির্মাণ, তেল ও গ্যাস খাতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে।
ইরান বলছে, এমন পদক্ষেপ আলোচনায় যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলে।
৪. সামরিক হুমকি ও পাল্টা প্রতিক্রিয়া
আলোচনার বাইরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা ফলপ্রসূ না হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে- যেকোনো হামলার ‘গুরুতর পরিণতি’ হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল পদক্ষেপ আফগানিস্তান ও ভিয়েতনামের মতো ফল বয়ে আনবে।
৫. তৃতীয় পক্ষের চাপ
ইসরায়েল ও সৌদি আরবের মতো দেশগুলোর প্রভাব আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের ধারণা, ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র আলোচনার পরিধি বাড়াতে চাইছে। ইরানের কায়হান পত্রিকার ভাষায়, ‘ট্রাম্প-নেতানিয়াহুর সমন্বিত চাপেই আলোচনা স্থবির।’
প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র উভয়পক্ষ সমঝোতায় আসতে না পারলেও আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি। বিশ্লেষকদের মতে, পারস্পরিক অনমনীয় অবস্থানই আলোচনায় মূল বাধা। তবে, কূটনৈতিকভাবে এখনো আলোচনার পথ খোলা রয়েছে।
-20250524202032.webp)

