২০২৫ সালের হজ মৌসুম শুরু হয়েছে মুসলিমদের তীর্থভূমি পবিত্র মক্কায়। প্রতি বছর আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে চলে ১৩ তারিখ পর্যন্ত চলে হজের আনুষ্ঠানিকতা। ফলে সৌদি আরবে বুধবার (০৪ জুন) থেকে শুরু হচ্ছে এ বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
হজ উপলক্ষে নিরাপত্তা, চিকিৎসা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ৩৩১৪টি ফ্লাইটে এখন পর্যন্ত বিশ্বের ৭১টি দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।
হজযাত্রীদের পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি হজের সাত দিনে ৪৯০০ বার চলাচল করবে। এতে প্রায় ২০ লাখ হজযাত্রী করতে পারবে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত।
এ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে রাস্তার প্রয়োজনীয় সংস্কার এবং যানবাহন পরিদর্শন করা হচ্ছে এবং হজযাত্রীদের পরিবহনের জন্য অন্তত ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে। যা তদারকি করা হবে প্রযুক্তির মাধ্যমে।
পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের তুলনায় হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে।
সূত্র: আরব নিউজ

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন