মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার (১৩ জুন) বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ডাও ৮৬৮ পয়েন্ট বা ২ শতাংশ পর্যন্ত কমেছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা অনুসারে, শুক্রবার সকালে ইসরায়েলি হামলার জবাবে ইরান জানিয়েছে যে, তারা ইসরায়েলের দিকে শত শত বিভিন্ন ধরণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের নজিরবিহীন আক্রমণের পর থেকে বিশ্ব বাজারগুলো দিনের শুরু থেকেই চাঙ্গা ছিল।
কিন্তু এদিন বিকেলের দিকে বৃহত্তর এসএন্ডপি ৫০০ ১ দশমিক ২ শতাংশ এবং প্রযুক্তি-ভারী নাসডাক কম্পোসাইট কমেছে ১ দশমিক ৪ শতাংশ।
শুক্রবার তেলের বাজারেও সাড়া পড়ে, যা কয়েক বছরের মধ্যে বাজারের এক দিনের বৃহত্তম বৃদ্ধির একটি। এবং মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত সংঘাতের ফলে জ্বালানি সরবরাহে গুরুতর ব্যাঘাত ঘটতে পারে এমন আশঙ্কা প্রতিফলিত করে।


-20250614080604.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন