ভারতের কেরালার থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটেনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে।
শনিবার (১৪ জুন) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
পিটিআইয়ের তথ্যমতে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যুদ্ধবিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। একটি বিমানবাহী রণতরী থেকে তা উড্ডয়ন করেছিল।
একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, জ্বালানি স্বল্পতার কথা জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান উড়োজাহাজটির পাইলট।
যুদ্ধবিমানটি নিরাপদ ও সুষ্ঠু অবতরণ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছে।
কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিললেই জ্বালানি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সূত্র।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন