ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৮:৩৬ পিএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি- সংগৃহীত

ইরান থেকে ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই তথ্য জানায় তারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আলজাজিরার জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে কাজ করছে।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।