একটি আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস) সামরিক গোয়েন্দা ঘাঁটি পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২০ জুন) সামরিক গোয়েন্দা ঘাঁটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সেনাদের ‘যুদ্ধজয়ী বুদ্ধিমত্তা’ প্রদানের জন্য প্রশংসা করেন।
সেনাদের প্রশংসা করতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘যে কাজ এরই মধ্যে করা হয়েছে এবং বর্তমানে যা করা হচ্ছে, তার গুরুত্বকে কখনোই অতিরঞ্জিত করব না। এই কার্যক্রমই আমাদের পূর্ণ বিজয় অর্জনে সহায়ক হবে।’
এ সফরে নেতানিয়াহুর সঙ্গে উপস্থিত ছিলেন আইডিএফ সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার, কৌশল-বিষয়ক মন্ত্রী রন ডার্মার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যান।
দেশটির সরকারি সূত্র জানিয়েছে, ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন কৌশল-বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান সামরিক অভিযানে গোয়েন্দা তথ্যের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন