ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় এক মা ও তার ছয় বছর বয়সি ছেলে নিহত হয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।
 
প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, একটি ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত শিশুর বাবা এবং তাদের অন্য সন্তানও আহত হয়েছেন।
গত ১০ দিনে ইরানে ইসরায়েলের হামলায় কয়েক ডজন শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ববাসীর ধন্যবাদ জানানো উচিত বলে দাবি জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন।
ড্যানি ড্যানন অভিযোগ করেন, জাতিসংঘে অনেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা করেছেন। যখন ইরান বেসামরিক ব্যবহারের চেয়েও অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল? যখন তারা আমাদের ধ্বংস করার প্রস্তুতি নিতে পাহাড়ের নিচে একটি দুর্গ তৈরি করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন?
তিনি বলেন, কূটনৈতিক পথ তৈরির যে চেষ্টা করা হয়েছিল সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু ইরান সেই “আলোচনাকে নাটকে পরিণত করেছে” এবং সেটাকে ‘ছদ্মবেশ’ হিসেবে ব্যবহার করেছে যাতে ক্ষেপণাস্ত্র তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় পাওয়া যায়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন