ইসরায়েলের আসদোদ ও লাচিস শহরে এবং পশ্চিম জেরুজালেমের কাছাকাছি কয়েকটি জায়গায় একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর জেরে দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকায় সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ হামলায় এ পর্যন্ত প্রায় ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর মধ্যে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে।
সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, টানা ৩৫ মিনিট ধরে সাইরেনের আওয়াজ শোনা যায় এবং সেই সঙ্গে প্রবল বিস্ফোরণের শব্দ।
এদিকে, ইরানের পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর ছয়টি ইরানি বিমানবন্দরে হামলা চালিয়ে ১৫টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫টিরও বেশি ইসরায়েলি বিমান বাহিনীর জেট বিমান পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে হামলা চালিয়েছে, ‘ইসরায়েলি ভূখণ্ডের দিকে লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং গুদাম স্থাপনের স্থানগুলোকে নিরপেক্ষ করেছে।’
এক আইডিএফ মুখপাত্র জানান, ‘এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ অ্যাপার্টমেন্ট, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ১৪, এফ ৫ ও এএইচ ১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন