ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেন থেকে ড্রোন ছোড়া হয়েছে। তবে ইসরায়েল সেই ড্রোন ‘ভূপাতিত’ করেছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। অন্যদিকে আইডিএফ দেশটির নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ড্রোনটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করেনি এবং এ ঘটনায় কোনো সতর্কতা সংকেত চালু হয়নি।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরুতজ শেভা। আজ বুধবার ভুলবশত ওই বার্তা পাঠানো হয় বলে জানিয়ে আইডিএফ।
আল-জাজিরার খবরে এ কথা জানানো হয়। সামরিক বাহিনী জানিয়েছে, ‘অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষা’ চলাকালে একটি ‘কারিগরি ত্রুটির’ কারণে ভুলবশত এই বার্তা নাগরিকদের কাছে পাঠানো হয়।
আইডিএফ বলেছে, কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা ঘটেনি। ভুলবশত নাগরিকদের কাছে সতর্ক বার্তা পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 
                            -20250625204646.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন