ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ইরানি সশস্ত্র বাহিনী শক্ত ও কার্যকর জবাব দিয়েছে, যা সংঘাত আরও বাড়ার পথ রুদ্ধ করেছে ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে।
তেহরানে অনুষ্ঠিত ১৭তম ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইসিও) শীর্ষ সম্মেলনে আজারবাইজানের খানকেনদিতে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান অভিযোগ করে বলেন, ইসরায়েলি আগ্রাসন জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) লঙ্ঘন করেছে, যেখানে কোনো দেশের ভূখণ্ড বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করেছে এবং এ জবাব আগ্রাসনকারীদের জন্য একটি কঠিন শিক্ষা হয়ে থাকবে।
তিনি বলেন, এই সম্মেলন ইসরায়েলি আগ্রাসন ও এর আঞ্চলিক এবং বৈশ্বিক পরিণতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ। ২০৩৫ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা ও বিদ্যমান বাণিজ্য চুক্তি হালনাগাদ করা জরুরি। প্রযুক্তিগত অগ্রগতির অংশ হিসেবে একটি আঞ্চলিক কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র গঠন ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
করোনা মহামারির মতো সংকটে আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতে ইসিও-র ২০৩৫ ভিশন বাস্তবায়ন এখন সময়ের দাবি।