গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ‘ভুলবশত’ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ‘ইসরায়েল’-এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ বিষয়ে জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
হোয়াইট হাউস জানিয়েছে, এই হামলার খবর পেয়ে ট্রাম্প নেতিবাচক প্রতিক্রিয়া দেখান এবং পরে নেতানিয়াহুকে ফোন করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে জানিয়েছেন, ওই ক্যাথলিক গির্জায় হামলাটি ছিল একটি ভুল।’
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ইসরায়েলি’ হামলার এক ভয়াবহ তথ্য উঠে এসেছে। হামলা চালাতে পেরেকভর্তি ড্রোন মিসাইল ব্যবহার করছে ‘ইসরায়েলি’ বাহিনী। বিস্ফোরণের সময় উচ্চগতিতে ছিটকে যাওয়া পেরেকের ধাতব টুকরাগুলো শরীরের ঢুকে অভ্যন্তরীণ রক্তপাত ঘটায়, ফলে মৃত্যু ঘটে অধিকাংশ মানুষের। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার এ খবর জানানো হয়েছে।
এই পেরেকভর্তি ড্রোন মিসাইলের হামলায় এরই মধ্যে অনেক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছেন, যেসব শিশু গুরুতর দগ্ধ এবং ছিটকে পড়া ধাতব টুকরোর আঘাতে আহত হয়েছে, তাদের প্রাণ বাঁচাতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, এই হামলাগুলো এমন এক সময়ে ঘটছে, যখন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে।
আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেছেন, “গাজায় বাস্তবে যা ঘটছে, যেভাবে সাধারণ মানুষ হতাহত হচ্ছে, শিশুদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, তা ‘ইসরায়েলি’ সামরিক বাহিনীর প্রচারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন