ইরান এবং তাদের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে হুমকি দিয়েছেন ‘ইসরায়েল’ সেনাবাহিনীর চিফ অব স্টাফ এয়াল জামির। মঙ্গলবার দেশটির এক সামরিক মূল্যায়ন সভায় তিনি এ কথা বলেন। ‘ইসরায়েলের’ এক সেনা বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
সামরিক মূল্যায়ন সভায় এয়ার জামির বলেন, ‘ইরান আমাদের নজরেই রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি।’
জামির আরও জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, সমন্বিত সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতে, যেখানে ‘ইসরায়েলি’ বাহিনী আকাশ ও স্থলপথে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা সিরিয়া ও হিজবুল্লাহকে কৌশলগত সামর্থ্য অর্জনে বাধা দিতে এবং নিজেদের কার্যক্রম বজায় রাখতে কাজ চালিয়ে যাব। আমরা জুডিয়া ও সামারিয়াতে (ওয়েস্ট ব্যাংক) অভিযান চালাচ্ছি।’
ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান অভিযান সম্পর্কে জামির বলেন, “এটি ‘ইসরায়েলি’ প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ইতিহাসে সবচেয়ে জটিল যুদ্ধগুলোর একটি।”
তিনি স্বীকার করে বলেন, ‘এই যুদ্ধে আমরা বড় ধরনের মূল্য দিচ্ছি। তবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে অভিযান অব্যাহত রাখব, অর্থাৎ জিম্মিদের মুক্ত করা এবং হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা।’
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ‘ইসরায়েলি’ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অনেকেই নারী ও শিশু।
এই সামরিক অভিযান গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ব্যাপক খাদ্য সংকট সৃষ্টি করেছে এবং পুরো অঞ্চলকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘ইসরায়েলি’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলছে।
আপনার মতামত লিখুন :