গত জুনে ‘ইসরায়েল’ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে প্রায় ২১ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত ১৩ জুন শুরু হওয়া ব্যাপক ‘ইসরায়েলি’ বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। এরপর দেশজুড়ে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট ও টহল জোরদার করে ব্যাপক ধরপাকড় শুরু করে। যুক্তরাষ্ট্রও ‘ইসরায়েল’র পক্ষ হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়।
এর মধ্যেই ইরানি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, যাদের আচরণ সন্দেহজনক মনে হবে তাদের সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে।
পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি বলেন, ‘যুদ্ধ চলাকালে জনসাধারণের কাছ থেকে পাওয়া ফোনকল ৪১ শতাংশ বেড়ে যায়, যার ফলে ১২ দিনে ২১ হাজার সন্দেহভাজন গ্রেপ্তার হয়েছে।’ তবে কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি। এর আগে জুনের শেষ থেকে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।
এদিকে, ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে ইরানে অবৈধভাবে অবস্থানকারী আফগান শরণার্থী ও অভিবাসীদের বহিষ্কারের গতি বেড়েছে। ত্রাণ সংস্থাগুলোর দাবি, কিছু আফগান নাগরিককেও ‘ইসরায়েল’র জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশের মুখপাত্র জানান, আইনশৃঙ্খলা বাহিনী ২ হাজার ৭৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং তাদের ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা উদঘাটন করা হয়েছে। এ সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৬১ জন এবং অনুমতি ছাড়া চিত্র ধারণের অভিযোগে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তাজেরোলমাহদি আরও বলেন, যুদ্ধ চলাকালে পুলিশ অনলাইন জালিয়াতি ও অনুমতি ছাড়া অর্থ উত্তোলনসহ সাইবার অপরাধের ৫ হাজার ৭০০টিরও বেশি মামলা সামলেছে, যা সাইবারস্পেসকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন