শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:৪৯ এএম

স্বামীর পরকীয়ায় বিচ্ছেদ, মার্কিন র‌্যাপারকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:৪৯ এএম

রাজকন্যার সঙ্গে মন্টানা। ছবি- সংগৃহীত

রাজকন্যার সঙ্গে মন্টানা। ছবি- সংগৃহীত

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর, এবার মার্কিন র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজকন্যা শেইখা মাহরা মোহাম্মদ রাশিদ আল মাকতুম। তিনি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে মন্টানার সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিনোদনের খবরবিষয়ক ওয়েবসাইট টিএমজেড কে মন্টানার একজন প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। মন্টানার প্রকৃত নাম করিম খারবুশ। তিনি মরক্কোর বংশোদ্ভূত মার্কিন র‌্যাপার।

টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় শেইখা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন মন্টানা। প্যারিসের ওই ফ্যাশন উইকে ৪০ বছর বয়সী র‌্যাপার মন্টানা প্রথমবারের মতো থ্রি ডট প্যারাডাইসের রেডি-টু-ওয়্যার স্প্রিং/সামার ২০২৬ শোয়ের র‌্যাম্পে হাঁটেন।

এদিকে প্রথম স্বামীকে তালাক দেওয়া ইনস্টাগ্রাম পোস্টটি এখন মুছে ফেলেছেন শেইখা মাহরা। সেই পোস্টে দুবাইয়ের এই রাজকন্যা লিখেছিলেন, প্রিয় স্বামী, তুমি এখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছ। এই সময়ে আমি আমাদের বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি। আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম।’’ প্রথম স্বামীর সংসারে শেইখা মাহরার এক বছরের বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। যার নাম এখনও প্রকাশ করা হয়নি।

‘আনফরগেটেবল’ এবং ‘নো স্টাইলিস্টের’ মতো হিট গানের জন্য পরিচিত ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে রাজকন্যার প্রেমের সম্পর্কের খবর প্রথম জানাজানি হয় ২০২৪ সালের অক্টোবরে। এরপর তাদেরকে একসঙ্গে প্যারিসের প্যঁ দেস আর্টসে, মরুভূমিতে উটের পিঠে আরোহণে এবং দুবাই ও মরক্কোয় খাবার খেতে দেখা যায়।

চলতি বছরের শুরুর দিকে আবারও শিরোনামে আসেন এই জুটি। ওই সময় প্যারিস ফ্যাশন উইকের হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় তাদের। টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটার কিছুক্ষণ পরই শেইখা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন মন্টানা।

২০২৩ সালের মে মাসে আমিরাতের শিল্পপতি শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন শেইখা মাহরা। এক বছর পর তাদের কন্যা সন্তানের জন্ম হয়।

দুবাইয়ের আলোচিত এই রাজকন্যার সঙ্গে ফ্রেঞ্চ মন্টানার বাগদানে তাদের উভয় পরিবারের সায় রয়েছে বলে জানানো হয়েছে। তবে বিয়ের পিঁড়িতে তারা কবে বসছেন, তা ঘোষণা দেওয়া হয়নি।

এক দশক আগে ক্লো কার্দাশিয়ানের সাথে ডেট করেছিলেন মন্টানা। মরক্কোয় জন্মের পর ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ‘আনফরগেটেবল’, ‘নো স্টাইলিস্ট’ ও ‘ওয়েলকাম টু দ্য পার্টি’র মতো কয়েকটি গানের জন্য বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!