ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘের প্রতিবেদন

ইসরায়েলি হামলায় পঙ্গু গাজার ২১ হাজার শিশু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:৩৬ পিএম
ইসরায়েলি হামলায় হাত হারানো এক শিশু । ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ২১ হাজার শিশু পঙ্গু হয়েছে।  জাতিসংঘের ‘পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস’বিষয়ক কমিটি বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। এ ছাড়া ২০২৬ জুনের মধ্যে অপুষ্টিতে উপত্যকাটির অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে জানায় জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তা সংস্থা (আইপিসি)।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম আলজাজিরা

কমিটি বলছে, যুদ্ধের প্রায় দুই বছরে ৪০ হাজার ৫০০ শিশু নতুনভাবে আঘাত পেয়েছে, যার অর্ধেকের বেশি এখন পঙ্গু। কমিটিটি ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের সময় সরিয়ে নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রায় অপ্রযোজ্য ছিল। ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি।

জাতিসংঘের কমিটিটি আরও বলেছে,  ‘অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক ও অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে—যেমন: চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে হামাগুড়ি দিতে হয়েছে।’

প্রতিবেদন আরও জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে যে সীমাবদ্ধতা রয়েছে, তার অতিরিক্ত প্রভাব পড়ছে প্রতিবন্ধী মানুষদের ওপর। প্রতিবন্ধী ব্যক্তিরা তীব্র সহায়তা সংকটে পড়েছেন, অনেকেই খাদ্য, বিশুদ্ধ পানি বা স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন না এবং বেঁচে থাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।