ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে হাজারো ইসরায়েলির স্বাক্ষর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৫ পিএম
গাজায় জিম্মিদের মুক্তির জন্য চুক্তির দাবিতে তেল আবিবে ইসরায়েলিদের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

গাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে সাড়ে ৭ হাজারের বেশি ইসরায়েলি নাগরিক এক যৌথ আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। বুধবার ইহুদি-আরব তৃণমূল আন্দোলনের প্ল্যাটফর্ম জাজিমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংগঠনটি জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ২২ সেপ্টেম্বরের অধিবেশন শুরুর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তা দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। আয়োজকেরা আশাপ্রকাশ করছেন, অধিবেশন শুরুর আগেই স্বাক্ষরকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।

আবেদনপত্রে বলা হয়েছে, ‘ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের জন্য শাস্তির বিষয় নয়, বরং উভয় জাতির নিরাপত্তা ও পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে এক উন্নত ভবিষ্যতের পদক্ষেপ।’

জাজিম সতর্ক করেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে ইসরায়েল কট্টর-ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোটরিচের প্রস্তাবিত ‘সংযুক্তি, বর্ণবাদ ও যুদ্ধের’ পথে হাঁটতে পারে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য স্মোটরিচ পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্ত করার দাবি বারবার তুলেছেন। সমালোচকেরা বলছেন, এতে দ্বিরাষ্ট্র সমাধানের পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলার পর পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতিস্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ২২ জন ফিলিস্তিনি নিহত এবং সাত হাজারের বেশি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতিগুলোর বৈধতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত গত জুলাইয়ে এক ঐতিহাসিক মতামতে বলেছিল, ইসরায়েলের দখল অবৈধ এবং সব বসতি সরিয়ে নেওয়া উচিত।