ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এয়লাতের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেলের প্রবেশপথে আঘাত হানে ড্রোনটি। এতে ভবনের ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সংবামাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ড্রোন আটকে দেয়। পরে রাতের দিকে হুথিরা ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে দেশজুড়ে সাইরেন বাজানো হয়, তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করে বলে দাবি করা হয়।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘কর্মকর্তারা হামলার স্থানটি সুরক্ষিত করেছেন এবং বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটির অবশিষ্টাংশ শনাক্ত ও অপসারণের কাজ করছে।’ সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দলও তৎপর রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হুথিরা ইসরায়েলের কেন্দ্রীয় এলাকার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে তেল আবিব, হার্জলিয়া, হোলন, পেতাহ টিকভা, মোডিইন, রিশন লেজিয়ন, বেইত শেমেশ, জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে থাকে এবং বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে যান। সেনাবাহিনী জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।