বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৭:৪২ পিএম

শিট বেটের নতুন প্রধান নিয়োগ দিল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৭:৪২ পিএম

শিন বেটের নতুন প্রধান মেজর জেনারেল ডেভিড জিনি। ছবি- সংগৃহীত

শিন বেটের নতুন প্রধান মেজর জেনারেল ডেভিড জিনি। ছবি- সংগৃহীত

মেজর জেনারেল ডেভিড জিনিকে গোয়েন্দা সংস্থা শিন বেটের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। চলতি মাসের ৫ তারিখ আগামী পাঁচ বছরের জন্য সংস্থাটির দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে বিবাদের জেরে শিন বেটের সাবেক প্রধান রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়, যা গড়ায় আদালত পর্যন্ত। এমনকি তাকে বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়েও হয় বিক্ষোভ। পরে রোনেন বার নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। জিম্মি মুক্তির আলোচনায় ইসরায়েলের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

উল্লেখ্য, শিন বেট হলো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা। এর প্রধান দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, সন্ত্রাসবাদ প্রতিরোধ করা এবং দেশের মধ্যে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা। এটি ইসরায়েলের তিনটি প্রধান গোয়েন্দা সংস্থার মধ্যে একটি।

অন্য দুটি হলো মোসাদ ও আমান। মোসাদ বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে ও আমান সামরিক গোয়েন্দা সংস্থা।

১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শিন বেট গঠিত হয়। সংস্থাটি সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে এবং সদর দপ্তর অবস্থিত তেল আবিবে। যদিও কার্যক্রম সাধারণত গোপন থাকে, ইসরায়েলি সমাজে শিন বেটকে ‘অদৃশ্য ঢাল’ হিসেবে অভিহিত করা হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

Link copied!