ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নেতানিয়াহুর অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘সর্বগ্রাসী শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করেছেন মাচাদো।এই প্রশংসাকে ইসরায়েলের গাজা আক্রমণের সমর্থন হিসেবে উপস্থাপন করেছে তেল আবিব।
তবে মাচাদো এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েল এবং গাজার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি বরং এড়িয়ে গেছেন। এক্সে দেওয়া ওই বিবৃতিতে মাচাদো বলেন, ‘আজ আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ভেনেজুয়েলার জনগণকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য তাকে ধন্যবাদ জানাই।
এক্সে মাচাদো আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলাবাসী শান্তিকে গভীরভাবে মূল্য দিই এবং আমরা জানি যে এটি অর্জনের জন্য আমাদের বিরোধিতাকারী সর্বগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অপরিসীম সাহস, শক্তি এবং নৈতিক স্পষ্টতার প্রয়োজন। এতে বিস্ময়ের কিছু নেই যে ইরানের শাসকগোষ্ঠী, যারা ভেনেজুয়েলার মাদুরো সরকারের অন্যতম প্রধান সমর্থক তারা হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকেও সমর্থন করে। এই জোটবদ্ধতা স্বাধীনতা এবং কর্তৃত্ববাদের মধ্যে সংগ্রামের বৈশ্বিক প্রকৃতিকে তুলে ধরে।
প্রসঙ্গত, ভেনেজুয়েলার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। মাদুরোর অগ্নিগর্ভ সমাজতান্ত্রিক পূর্বসূরি হুগো শ্যাভেজ ২০০৮ সালের গাজা যুদ্ধের প্রতিবাদে ২০০৯ সালে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন