শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৪৪ এএম

সুড়ঙ্গে আটকে পড়া ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৪৪ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গাজা উপত্যকার রাফায় ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা প্রায় ৪০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।বৃহস্পতিবার (৪ নভেম্বর) ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাজার দক্ষিণের ওই এলাকায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের হত্যা করা হয় বলে জানায় আইডিএফ।

ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুড়ঙ্গে প্রায় ২০০ জন হামাস যোদ্ধা আটকা রয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় অনেকে নিহত হয়েছেন এবং কেউ কেউ আত্মসমর্পণ করেছেন।

হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে তাদেরকে উপত্যকার অন্যান্য অঞ্চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টায় চুক্তির আলোচনা শুরু করেছিলেন ওয়াশিংটনসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা। কিন্তু সেই আলোচনা ভেস্তে যাওয়ায় রাফার সুরঙ্গে এখনও বহু হামাস যোদ্ধা আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তেরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওই চুক্তি পুরো গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্র করার বৃহত্তর প্রক্রিয়ার জন্য পরীক্ষা হবে।

বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় কমান্ডার রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে হামাসের নির্বাসিত নেতা গাজি হামাদের ছেলেও রয়েছেন।

হামাসের কয়েকটি সূত্র কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানায়নি। এছাড়া দক্ষিণ গাজার বিভিন্ন সুরঙ্গে এখন পর্যন্ত ঠিক কতজন যোদ্ধা আটকে আছেন কিংবা সংঘর্ষে কতজন মারা গেছেন সেই বিষয়েও কোনও তথ্য প্রকাশ করেনি হামাস।

গাজায় অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীর একজন মুখপাত্র ইসরায়েলি বাহিনীর ৪০ হামাস যোদ্ধাকে হত্যার দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!