কানাডার ভ্যাঙ্কুভার শহরে এক উৎসব চলাকালে গাড়ি হামলার ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যায়, যখন শহরের সড়কে এক উৎসব চলছিল এবং সেখানে ভিড় জমেছিল।
ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, ওই সময়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে উৎসবের ভিড়ে ঢুকে পড়েন। এতে অনেকেই আহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে গাড়িচালককে আটক করা হয়েছে, তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার পর ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে গাড়িটি ভিড়ে চালিয়ে দেওয়া হয়। পুলিশ আরও জানায়, তদন্তের প্রক্রিয়া চলমান এবং শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বার্ষিক লাপু লাপু উৎসবের সময় একদল পথচারী গাড়ির ধাক্কায় আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে। আহতদের পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় ভ্যাঙ্কুভারের বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশের তদন্তের দিকে নজর রাখা হচ্ছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন