যুক্তরাজ্যের লুটন থেকে স্কটল্যান্ডগামী একটি ফ্লাইটে ‘বোমা আছে’ দাবি করে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এক যাত্রী। ওই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় জরুরি অবতরণে বাধ্য হয় ফ্লাইটটি। সংবাদমাধ্যম ফাস্টপোস্ট সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি দাঁড়িয়ে ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘ট্রাম্পের মৃত্যু হোক’ বলে চিৎকার করতে থাকেন। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফাস্টপোস্ট।
ভিডিওতে আরও দেখা যায়, “যাত্রীরা মিলে ওই ব্যক্তিকে ধরে রাখেন। এরপরও তাকে বলতে শোনা যায়, ‘বিমান থামাও, বিমানে বোমা আছে’।”
এ ঘটনায় বিমানটিকে নিকটস্থ বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বাধ্য হয় পাইলট। পরে ৪১ বছর বয়সি ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী।
চলতি মাসের শুরুতেও যুক্তরাষ্ট্রে এমন আরেকটি ঘটনা ঘটে। ২১ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ঈশান শর্মাকে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সহযাত্রীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া, ২৫ জুলাই সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ১৪৯৬-এও এক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়, যখন পাইলট যাত্রীদের জানান, তাদের বোয়িং ৭৩৭ বিমানটি আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষের খুব কাছাকাছি চলে গিয়েছিল।