বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৫০ পিএম

সন্তান কোলে নিয়ে সংসদে সিনেটরের প্রথম ভাষণ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৫০ পিএম

সন্তান কোলে নিয়ে সংসদে সিনেটর হিসেবে প্রথম ভাষণ দিচ্ছেন মুলহোল্যান্ড। ছবি- সংগৃহীত

সন্তান কোলে নিয়ে সংসদে সিনেটর হিসেবে প্রথম ভাষণ দিচ্ছেন মুলহোল্যান্ড। ছবি- সংগৃহীত

সংসদে বাঘা বাঘা রাজনীতিকদের সামনে মুলহোল্যান্ড। এক স্মরণীয় মুহূর্ত অপেক্ষা করছে তার জন্য। কারণ, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের লেবার পার্টির সিনেটর হিসেবে নবনির্বাচিত হয়েছেন তিনি। আর এ জন্যই দিতে হবে সংসদীয় ভাষণ। কিন্তু এই স্মরণীয় মুহূর্ত যেন নতুন মাত্রা পেল এক বিশেষ অতিথির কারণে। সেই বিশেষ অতিথি আর কেউ নয়, মুলহোল্যান্ডের সন্তান অগি। তাকে কোলে নিয়েই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন এই নারী জনপ্রতিনিধি। তুলে ধরলেন প্রতিটি মায়ের জীবনচিত্র।

সংবাদমাধ্যম নাইন নিউজের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেই ভাষণের বিস্তারিত।

গত মে মাসে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে কুইন্সল্যান্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হন মুলহোল্যান্ড। ভাষণের শুরুতেই মজার ছলে বলেন, ‘প্রার্থনা করছি, আমি আর অগি যেন কোনো ঝামেলা ছাড়াই এই ভাষণটা শেষ করতে পারি।’

বক্তব্যে অস্ট্রেলিয়ার অভিভাবকদের বাস্তব জীবনের চিত্র তুলে ধরেন মুলহোল্যান্ড। বলেন, ‘অগি এখানে কোনো প্রতীক হিসেবে নয়, বরং আমি কেন এখানে এসেছি—তার শক্তিশালী স্মারক হিসেবে এসেছে। আমি একজন স্ত্রী, একজন মা এবং কুইন্সল্যান্ডের শহরতলী থেকে উঠে আসা এক সাধারণ মানুষ।’

তিনি আরও বলেন, ‘মা-বাবারা এই চেম্বারে শুধু নীতিগতভাবে নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের ভিত্তিতেই থাকার যোগ্য। দৌড়ঝাঁপ, সংগ্রাম এবং অবশ্যই সন্তান পালনের যে জাদুকরী ও অগোছালো অভিজ্ঞতা, তা আমাদের বাস্তবতা।’

মুলহোল্যান্ড আশাপ্রকাশ করেন, সিনেটে ‘মায়ের শক্তি’ নিয়েই তিনি আসতে চান। আলোকপাত করেন নির্বাচনি প্রচারের সময় তার অভিজ্ঞতা, যখন তিনি মাত্র তিন মাস বয়সি অগিকে দুধ পান করাচ্ছিলেন।

মুলহোল্যান্ড বলেন, ‘এটা এমন কোনো বিষয় নয়, যা অন্য কর্মজীবী বাবা-মা করেন না। প্রতিদিন কাজের পাশাপাশি সন্তান পালনের দায়িত্বও তারা সামলান। সংসদে অনেকেই আমাদের জন্য এই পথ তৈরি করেছেন, এখন আমাদের দায়িত্ব এই নমনীয়তা সমাজের অন্যান্য অংশে বাস্তবে রূপান্তর করা।’

Shera Lather
Link copied!