ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

পাকিস্তানের অভেদ্য প্রাচীরের প্রতীক ‘বুনইয়ানুম মারসুস’ 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান চালাচ্ছে পাল্টা হামলা। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’।

গত ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ১০ মে থেকে চালাচ্ছে নিজস্ব সামরিক অভিযান। এই অভিযানে ভারতের অন্তত ১১টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের সরকারি ও বেসরকারি গণমাধ্যম জানিয়েছে, ‘বুনইয়ানুম মারসুস’ নামটি নেওয়া হয়েছে কোরআনের সূরা আছ-ছফ থেকে। এর অর্থ হলো- গলিত সীসা দিয়ে তৈরি এক অটুট প্রাচীর। এটি প্রতিরক্ষা, ঐক্য এবং শক্তির প্রতীক হিসেবে ধরা হয়।

পাকিস্তানি সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় যারা নিহত হয়েছে, বিশেষ করে শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই প্রতিরোধ গড়ে তুলেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় দেখা গেছে, পাকিস্তানি সেনারা নিহত শিশুদের নাম লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছিলেন।

এদিকে পাকিস্তানের স্বাধীন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই নামটি শুধু প্রতীকী নয়, বরং তাদের এই অভিযানের মানসিক শক্তিকেও তুলে ধরে।

ভারত বলছে, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। তারা দাবি করছে, হামলাকারীরা পাকিস্তানের মদদপুষ্ট। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাবে চালানো হচ্ছে পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’।