যুদ্ধবিরতি কার্যকরের পর সকল বিমানের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি দেয় পাকিস্তান-ভারত।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ট্রাম্প।পোস্টে তিনি লিখেন ‘আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত এবং পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
তিনি তার পোস্টে আরও লিখেন ‘সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’
এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :