দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান ভারতকে হুঁশিয়ার করে জানায়, ভারতের বিমান বাহিনীর মতোই সন্ত্রাসীদের পরিণতি হবে।
শনিবার (১৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ‘ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পেছনে সক্রিয়ভাবে জড়িত। তারা তাদের এজেন্টদের মাধ্যমে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এখন আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে। তাদের পরিণতি হবে ভারতের বিমানবাহিনীর মতোই।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে প্রতিটি ফ্রন্টেই আমরা জয়ী হয়েছি। আল্লাহর কৃপায় আমরা সবখানে সফল হয়েছি।’
তিনি ভারতকে সতর্ক করে বলেন, ‘যদি ভারত আবার এমন কিছু করার সাহস দেখায়, তবে আগের চেয়েও শক্তিশালী জবাব পাবে। ১০ মে আমাদের সাহসী সেনাবাহিনী শত্রুকে দৃঢ় জবাব দিয়েছে। তখন আমাদের নেতৃত্ব ছিল পূর্ণ আত্মবিশ্বাস ও বিশ্বাসে ভরপুর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট জানিয়েছেন, মাতৃভূমির রক্ষায় পাকিস্তান শেষ সীমা পর্যন্ত যাবে। পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনীর পাশে আছে। ভারতের আগ্রাসন জাতিকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে।’