ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০২:৩৫ পিএম
ইমরান খান ও তার সাবেক স্ত্রী রেহাম খান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। করাচি প্রেসক্লাবে মঙ্গলবার (১৫ জুলাই) ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ নামের এই রাজনৈতিক দল ঘোষণা করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দল ঘোষণার পর এর লোগোও উন্মোচন করেন রেহাম খান। এ সময় তিনি জানান, জনগণের সমস্যার সমাধানকে কেন্দ্র করেই এই রাজনৈতিক দল যাত্রা শুরু করছে।

আইনি সংস্কারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে রেহাম আরও জানান, এই দল নারী, কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে। পাকিস্তানের দরকার এমন নীতি, যা সাধারণ মানুষের বাস্তবতাকে প্রতিফলিত করে। বর্তমান সরকারব্যবস্থার সমালোচনা করে রেহাম খান বলেন, ‘সমগ্র পাকিস্তানই আমার নির্বাচনি এলাকা।’

তিনি জোর দিয়ে আরও বলেন, ‘এই দল শুধুই রাজনীতিকে কেন্দ্র করে গঠন করা হচ্ছে না, বরং এটি একটি জাতীয় মিশন, যার লক্ষ্য জনগণের মর্যাদা ও প্রতিনিধিত্বকে ফিরিয়ে আনা।’

সম্প্রতি পাকিস্তানজুড়ে ব্যবসায়ীদের ডাকা শাটার ডাউন ধর্মঘট প্রসঙ্গে রেহাম বলেন, ‘অর্থমন্ত্রী কেন সবসময় এত বড় পদক্ষেপ নেওয়ার পরই সংলাপ শুরু করেন? আগে থেকেই পরামর্শ করা হয় না কেন?’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে রেহাম লেখেন, ‘আমাদের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন। আসুন, ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে বসে পরিকল্পনা করি।’

রেহাম খান ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১০ মাস পর ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৮ সালে তিনি নিজের আত্মজীবনীমূলক বই ‘রেহাম খান’ প্রকাশ করেন, যেখানে ইমরানের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়।

ইমরান খান বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি রয়েছেন, যেগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।