ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

বাবা হলেন পাক অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:০৪ পিএম
শাদাব খান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার শাদাব খান বাবা হয়েছেন। তিনি এবং তার স্ত্রী মালাইকা কন্যা সন্তানের আগমন বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

পিতা হওয়ার এই খুশির মুহূর্তটি শাদাব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রথম সন্তান হিসেবে একটি সুন্দর কন্যা উপহার দিয়েছেন।

এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো শব্দও কম। আমাদের নতুন যাত্রার জন্য দোয়া করবেন।

শাদাবের শ্বশুর এবং পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাকও দাদু হওয়ার আনন্দ প্রকাশ করেছেন।

তিনিও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে ‘আলহামদুলিল্লাহ’। আমি এখন আনুষ্ঠানিকভাবে দাদু! আমার হৃদয় আগের চেয়ে আরো পূর্ণ, এবং আমি সব আলিঙ্গন, গল্প এবং মজার মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এই খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট জগতের অসংখ্য তারকা শাদাবকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানান ক্রিকেটার আজম খান, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং আজহার আলীসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০২৩ সালে শাদাব খান সাকলায়েন মুশতাকের কন্যাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি সবার কাছে তার এবং তার পরিবারের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর অনুরোধ করেছিলেন।