৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন এলাকা। শুক্রবার গভীর রাতে আঘাত হানে এই ভূমিকম্প। এটি ছিল মাঝারি থেকে তুলনামূলক শক্তিশালী। পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও ইসলামাবাদসহ একাধিক অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। সংবাদমাধ্যম সামা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পাকিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪ এবং এর গভীরতা ছিল ১০২ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।
এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে পাকিস্তান সময় অনুযায়ী রাত ২টার কিছু পর সংঘটিত হয়, যা আফগানিস্তানের বাগলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে এবং ১২৪ কিলোমিটার গভীরে অবস্থিত।
এদিকে পাকিস্তানের বাইরেও এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তান থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তীব্র কম্পনের অভিজ্ঞতা জানিয়েছেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।