পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তালে দেশটি। দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে আন্দোলনের জন্য রাস্তায় নেমে এসেছেন নেতাকর্মীরা। তবে সরকার কর্তৃক জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা না থাকায় ব্যাপক ধরপাড়ক শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এখন পর্যন্ত ৩০ জনেরওে বেশি পিটিআই কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। তবে পিটিআই নেতাদের দাবি, লাহোরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদের কমপক্ষে ৩০০ কর্মীকে আটক করেছে। পুলিশ দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
নিজ দলের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় ইমরান খান সমর্থকদের ‘দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভ করার’ আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালের ৫ আগস্ট থেকে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে কারাবন্দি রয়েছেন তিনি। অবশ্য তার দল এই মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে।
প্রাক্তন এই ক্রিকেট তারকা ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন হলেও ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তার কারাবন্দি হওয়ার দুই বছরপূর্তিতে সারাদেশে বিক্ষোভে ডাক দেয় পিটিআই।
দলটির নেতা আসাদ কায়সারের মতে, ৫ আগস্ট ছিল প্রতিবাদের সূচনা। তবে এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ হিসাবে বিবেচনা করা উচিত নয়।
লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) ফয়সাল কামরান দ্য ডন-কে বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করার চেষ্টা করা ৩০ জনেরও বেশি পিটিআই কর্মীকে আটক করা হয়েছে।’
তিনি শত শত কর্মীকে পুলিশ গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন।
পিটিআই দাবি করে, মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের রেহানা দার নামে এক নারী নেত্রীকে লাহোরে পুলিশ আটক করেছে। অফিসিয়াল এক্স অ্যাকাউন্ডে তাকে আটকের একটি ভিডিও পোস্টে করে ক্যাপশনে পিটিআই বলেছে, ‘রেহানা দারের মতো একজন বয়স্ক ব্যক্তিকে নির্লজ্জ পাঞ্জাব পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এটি একটি লজ্জাজনক দৃশ্য’।
রেহানা দার ২০২৪ সালের সাধারণ নির্বাচনে পিএমএল-এন-এর প্রতিরক্ষামন্ত্রী (বর্তমান) খাজা আসিফের বিরুদ্ধে শিয়ালকোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পিটিআই বলেছে, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ও পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল ড. উসমান আনোয়ার ‘এই কাজের মাধ্যমে এক নতুন তলানিতে পৌঁছে গেছেন’ এবং ‘লজ্জা ও শালীনতার সমস্ত বোধ হারিয়েছেন’।