ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ভারতের অর্ধশত সন্ত্রাসীকে হত্যা: পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:০২ পিএম
পাকিস্তানের পতাকার পাশে দাঁড়িয়ে সেনা সদস্য। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে ঝোব জেলায় পৃথক অভিযানে ৪৭ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। শনিবার (৯ আগস্ট) প্রদেশের ঝোব জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানায় নিউজ চ্যানেল জিও

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ৭-৮ আগস্ট রাতে ঝোবের সাম্বাজা এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ৩৩ জন সন্ত্রাসীকে সেনারা হত্যা করে। পরে আশপাশের এলাকায় স্যানিটাইজেশন অভিযান চালিয়ে আরও ১৪ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়।

অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর জানায়, সীমান্ত সুরক্ষা এবং শান্তি-স্থিতিশীলতা নস্যাৎ করার প্রচেষ্টা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

সেনাবাহিনী জানিয়েছে, মে মাসের সংঘাতে পরাজয়ের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বাড়িয়েছে। পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে, প্রক্সিদের পরিণতি নয়াদিল্লির মতোই হবে ভয়াবহ পরাজয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযানে সাফল্যের জন্য বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সৈন্যরা জীবন বাজি রেখে দেশের সুরক্ষা নিশ্চিত করেছে এবং সন্ত্রাসীদের পরিকল্পনা নস্যাৎ করেছে।’

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, জুন মাসে দেশে ৭৮টি সন্ত্রাসী হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে, এদের মধ্যে ৫৩ জন নিরাপত্তা সদস্য ও ৩৯ জন বেসামরিক। এ সময় আহত হয়েছে ১৮৯ জন, যার মধ্যে ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সহিংসতা ও অভিযানে জুনে মোট ১৭৫ জন নিহত হয়েছে, যার মধ্যে ৭৭ জন সন্ত্রাসী।