পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান।
উজমা খান গণমাধ্যমকে বলেন, আমার বোনদের (আলিমা খান ও নরিন খান) সঙ্গে আলোচনার পর আরও বিস্তারিত তথ্য জানাবো।
পাকিস্তানিও সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মঙ্গলবার (২ ডিসেম্বর) উজমা খানকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেয়। হাজারো পিটিআই সমর্থক এদিন জেলের বাইরে ভিড় করেন। আর উজমা ভেতরে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করেন।
উজমা খানের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইমরান খানকে সারাদিন একই কক্ষে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। কারও সঙ্গে যোগাযোগেরও কোনো সুযোগ নেই।
এদিকে ইমরানের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্ক ছড়ায় তার রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের মধ্যে। তারা আজ ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করেছেন।
দলটির নেতাকর্মীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে বারবার অনুরোধ সত্ত্বেও ইমরানের সঙ্গে পরিবার ও শীর্ষ নেতাদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন