ক্যারিবীয় অঞ্চলে চলা উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটনকে সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিপজ্জনক সামরিক বিমানগুলো গুলি করে ভূপাতিত করার হুমকির কয়েক ঘণ্টা পরই মাদুরো এই আহ্বান জানালেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভেনিজুয়েলার একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার পর ক্যারিবীয় অঞ্চলে দেশটির জাহাজ চলাচলে পেন্টাগনের অভিযোগের পর সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।
ভেনিজুয়েলার সকল রেডিও ও টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেছেন, ‘আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যা আগে ছিল তার কোনোটিই সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনিজুয়েলা সবসময় কথা বলতে, সংলাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু আমরা সম্মান দাবি করি।’
উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন পুয়ের্তো রিকোতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করছে। ট্রাম্প মাদুরোর ওপর চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইতোমধ্যেই উপস্থিত মার্কিন যুদ্ধজাহাজে ১০টি বিমান যোগ দেবে। ফলে মাদুরোর বিরুদ্ধে আমেরিকা মাদক পাচারকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে।
তবে মাদুরো সন্ধ্যার ভাষণে তা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
মাদুরো বলেছেন, ‘তারা (ট্রাম্প) যে গোয়েন্দা প্রতিবেদনগুলো দেয় তা সত্য নয়। ভেনিজুয়েলা আজ কোকা পাতা উৎপাদন, কোকেন মুক্ত একটি দেশ এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করা একটি স্বাধীন রাষ্ট্র।’
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার জেটগুলো যদি মার্কিন জাহাজকে বিপজ্জনক অবস্থানে ফেলে তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে। এর আগে মঙ্গলবার মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে একটি কথিত মাদকবাহী নৌকা উড়িয়ে দেয়।
ট্রাম্প দাবি করেন, এটি ভেনিজুয়েলার কুখ্যাত অপরাধী সংগঠন ‘ট্রেন ডি আরাগুয়া’র ছিল, যা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে জড়িত এবং এতে ১১ জন নিহত হয়।
এএফপি-কে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একটি সূত্র জানায়, উন্নত প্রযুক্তির এফ-৩৫ জেট মোতায়েন করা হচ্ছে মার্কিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোর একটি বিমানবন্দরে, যেখানে ৩০ লাখের বেশি মানুষ বসবাস করে।
মাদুরোকে একজন বামপন্থী ‘ফায়ারব্র্যান্ড’ উল্লেখ করে জানানো হয়, তার ২০২৪ সালের সর্বশেষ নির্বাচনকে ওয়াশিংটন অবৈধ বলেছিল। মার্কিন এই হুমকিকে মাদুরো নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘গত ১০০ বছরে মহাদেশের সবচেয়ে বড় হুমকি’।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দেশের জাতীয় ভূখণ্ড রক্ষায় সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি ৩ লাখ ৪০ হাজার নিয়মিত সৈন্য এবং রিজার্ভ বাহিনীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে ‘অভিযুক্ত মাদক পাচারকারী’ আখ্যা দিয়ে বলেছেন, ভেনিজুয়েলা কার্যত একটি ‘ড্রাগ কার্টেল’ দ্বারা পরিচালিত হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে লাতিন আমেরিকায় মাদকবিরোধী অভিযানে মার্কিন নৌবাহিনীর আটটি জাহাজ কাজ করছে। এর মধ্যে রয়েছে তিনটি উভচর আক্রমণকারী জাহাজ, দুটি ডেস্ট্রয়ার, একটি ক্রুজার, ক্যারিবীয় অঞ্চলে একটি লিটোরাল যুদ্ধজাহাজ এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি ডেস্ট্রয়ার।
প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, ভেনিজুয়েলার দুটি বিমান একটি মার্কিন নৌজাহাজের কাছাকাছি উড়েছিল। এদিকে ট্রাম্প প্রতিরক্ষা বিভাগকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ বিভাগ’ নামে অভিহিত করেছেন।