বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:০০ এএম

দুর্নীতির মামলায় পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছরের সাজা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:০০ এএম

মার্টিন ভিজকারা। ছবি- সংগৃহীত

মার্টিন ভিজকারা। ছবি- সংগৃহীত

দুর্নীতির অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ১৪ বছরের সাজা দিয়েছে দেশটির আদালত। পাশাপাশি রায়ে আগামী ৯ বছর ভিজকারাকে যেকোন ধরণের রাষ্ট্রীয় পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের মকুগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালে ভিজকারার বিরুদ্ধে দুর্নীতির এ অভিযোগ উঠে। আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন ভিজকারা।

রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভিজকারা জানান, ‘এটা ন্যায় বিচার নয়, বরং প্রতিশোধ।’ পোস্টে প্রতিশোধমূলক এ রায় তাকে দুর্বল করতে পারবে না বলে জানান তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, মকুগুয়ার গভর্নর থাকাকালীন বড় ধরণের এক উন্নয়ন প্রকল্পে ৬ লাখ ডলার ঘুষ গ্রহণ করেন ভিজকারা। প্রসঙ্গত ২০১১ থেকে ২০১৪ সালে মকুগুয়ার গভর্নর ছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ভিজকারা। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন দেশটির ফার্ট পার্টির।

বর্তমানে পেরুর তিন সাবেক প্রেসিডেন্ট কারাবন্দি রয়েছেন, ভিজকারার সাজার ফলে আরও দীর্ঘ হতে শুরু করল কারাবন্দি প্রেসিডেন্টের সারি। যা দেশটির রাজনৈতিক ইতিহাসে অস্থিতিশীলতা ও দুর্নীতির বিষয় প্রমাণ করে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

২০১৮ সাল থেকে পেরুতে ৬ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। যাদের মধ্যে কয়েকজন পদ থেকে অভিশংসিত হয়েছেন, অনেকে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর, পদত্যাগ করতে বাধ্য হন। ভিজকারা নিজেও তার পূর্ববর্তী প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার পর, ক্ষমতার মসনদে বসেন।

২০২৬ সালে পেরুতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভিজকারার দল ফার্স্ট পার্টি থেকে তার বড় ভাই মারিও ভিজকারা প্রার্থী হতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!