এসএসসি পরীক্ষায় এবারও নজরকাড়া সাফল্য দেখিয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ। ২০২৫ সালের পরীক্ষায় কলেজটির ৫০ জন শিক্ষার্থীর সবাই পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫, যার মধ্যে ৪৪ জন অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।
বৃহস্পতিবার (১০ জুলাই) সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
ফলাফল প্রকাশের পরপরই প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বইতে থাকে আনন্দের বন্যা। একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। শিক্ষক-অভিভাবকরাও আনন্দের মুহূর্তে অংশ নেন।
সাফল্য প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সাল বলেন, ‘এই অর্জন এককভাবে কারো নয়, এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকলের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল।’
তিনি আরও বলেন, ‘আমরা গর্বিত যে প্রতিবারের মতো এবারও সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমরা আশাবাদী।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন