তিউনিসিয়ায় ছুটি কাটানোর সময় প্যারাসেইলিং করতে গিয়ে আকাশে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক ব্রিটিশ নারী। ৫২ বছর বয়সি মিশেল উইলসন জানান, সউস সমুদ্রসৈকতের কাছে প্যারাসেইল অপারেটরের সঙ্গে আকাশে উড়তে গিয়ে এ ঘটনা ঘটে। দ্য নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এ খবর জানিয়েছে।
ভুক্তভোগী মিশেল উইলসন বলেন, ‘আমি অনুভব করছিলাম যে আমার অন্তর্বাসের পেছনের অংশ টানা হচ্ছে। তিনি (অপারেটর) মূলত স্ট্র্যাপ টানছিলেন।’
উইলসনের দাবি, তিনি মূলত বন্ধুর সঙ্গে প্যারাসেইলিং করার পরিকল্পনা করেছিলেন। তবে কর্মীরা জানান, বাতাসের কারণে দুজনকে আলাদাভাবে অপারেটরের সঙ্গে যেতে হবে। অন্যদিকে তার বন্ধু কোনো সমস্যায় না পড়েই রাইড সম্পন্ন করেন।
তিনি আরও জানান, অভিযুক্ত অপারেটরের বয়স ২০-এর কোঠায়। বলেন, ‘তার পা আমাকে ঘিরে রেখছিল, আর তার এক হাত প্যারাসুটে। এরপর আমি অনুভব করলাম, সে আমার পা স্পর্শ করছে।’
তিনি আরও বলেন, ‘সে আমাকে গোপনে স্পর্শ করছিল, শরীর সামনে-পেছনে নাড়াচ্ছিল এবং আরবিতে কিছু বলছিল। আমি অনুভব করছিলাম, সে আমাকে চাপ দিচ্ছে। আমি বারবার পেছনে হেলে যাচ্ছিলাম। আমি অপমানিত ও ভীত বোধ করছিলাম।’
ফিরে আসার পর তিনি ঘটনাটি স্থানীয় পুলিশকে জানান। উইলসন বলেন, ‘আমরা নারী হিসেবে কিছুটা ঠাট্টা-মশকরা প্রত্যাশা করতে পারি এসব দেশে, কিন্তু এটি ঠাট্টা নয়, এটি যৌন হয়রানি।’
তিনি তার ১৭ বছরের মেয়ে, এক বান্ধবী এবং ১৬ বছরের জমজ দুই ছেলেকে নিয়ে প্রায় ৮ হাজার ডলার খরচে এই ভ্রমণে গিয়েছিলেন। উইলসনের ধারণা, অভিযুক্ত অপারেটরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ ও তার বীমা প্রতিষ্ঠান বিষয়টি দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাভেল কোম্পানি ইজিজেট-এর মাধ্যমে উইলসন ভ্রমণ বুক করেছিলেন। সেই কোম্পানি কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে।