ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কাতারের সেই বিমান ‘উপহার’ নিয়ে বিতর্কে ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১০:২৭ এএম
বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান ‘উপহার’ পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার থেকে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান ‘উপহার’ পেতে যাচ্ছেন- এমন খবর প্রকাশের পর শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এ উপহার নিয়ে ট্রাম্প নিজে খোলাখুলিভাবে আগ্রহ প্রকাশ করেছেন। বলেছেন, এই বিমান ভবিষ্যতে ‘প্রেসিডেন্সিয়াল সফরের’ জন্য কাজে লাগবে।

ঘনিষ্ঠদের সমালোচনা, জনমনে প্রশ্ন

ট্রাম্পের এমন অবস্থানের বিরুদ্ধে মুখ খুলেছেন শুধু ডেমোক্র্যাটরাই নন- তার নিজের দল এবং ঘনিষ্ঠ সমর্থকদের একাংশও। অনেকে এই পদক্ষেপকে ‘ঘুষ’ বলেও অভিহিত করেছেন।

বিভিন্ন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার ও রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ট্রাম্প অতীতে দুর্নীতির বিরুদ্ধে যতটা কঠোর ছিলেন, এই পরিস্থিতি সেই অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

হোয়াইট হাউসের অস্বস্তি বাড়ছে

বিমানের এই চুক্তি এখনো চূড়ান্ত না হলেও, হোয়াইট হাউসে চাপ তৈরি হয়েছে। রাজনৈতিক বিভাজনের মধ্যেও এই ইস্যুতে ট্রাম্পবিরোধী ঐক্য স্পষ্ট হয়ে উঠেছে।

কাতারের প্রস্তাব

কাতারের রাজপরিবার এই বিলাসবহুল বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে দিতে চায়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ব্যবহৃত ‘এয়ার ফোর্স ওয়ান’-এর অংশ হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে।