কাতারের রাজ পরিবারের পক্ষ থেকে দেয়া বিলাসবহুল উড়োজাহাজ ‘ফ্লাইং প্যালেস’ বা ‘উড়ন্ত প্রাসাদ’ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে চলছে তীব্র সমালোচনা।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন বুধবার (২১ মে) আনুষ্ঠানিকভাবে জানায়, কাতারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭ জেটলাইনারটি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
উপহার পেয়ে ট্রাম্প বলেন, ‘কাতার উপহার হিসেবে এটা দিচ্ছে। গ্রহণ না করাটা বোকামি হবে।’
তিনি আরও বলেন, ‘কাতার এই উপহার আমাকে না বরং প্রতিরক্ষা বিভাগকে দিয়েছে। তবে কার্যালয় ছেড়ে দেওয়ার পর আমি আর এটি ব্যবহার করবো না।’
১১ মে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেন, ট্রাম্প প্রশাসন এ উপহার গ্রহণ করতে রাজি হয়েছে। তবে উড়োজাহাজটিকে প্রেসিডেন্টের ব্যক্তিগত ভ্রমণের কাজে ব্যবহৃত ‘এয়ারফোর্স ওয়ান’ পদমর্যাদায় উন্নীত করা হতে পারে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা এই উপহার নেওয়াকে আইনসম্মত বলে ঘোষণা দিয়েছেন। তবে উপহার গ্রহণ করাকে কেন্দ্র করে গত এক সপ্তাহর বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনার মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট।

 
                             
                                    -20250523032238.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন