মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের সময় নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নপত্রের একটি কপি ট্রাম্পকে হস্তান্তর করেছেন নেতানিয়াহু।
এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তিনি (প্রেসিডেন্ট ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।
তিনি বলেন, আমি আপনার (প্রেসিডেন্ট ট্রাম্প) কাছে নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।
মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না- বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এসেছে... এটি খুবই অর্থবহ।’
এর আগে, নৈশভোজের আগে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের পর, নেতানিয়াহু ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, এটি ইসরায়েলি, ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরও অনেকের দ্বারা প্রশংসিত।
তিনি বলেন, আমি আপনার (প্রেসিডেন্ট ট্রাম্প) নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করতে চাই। কেবল সব ইসরায়েলি নয়, বরং ইহুদি জনগণ এবং বিশ্বজুড়ে অনেক, অনেক ভক্তের।
আপনার মতামত লিখুন :