আমরা ইউক্রেনে আরও অস্ত্র পাঠাতে চাই। কারণ ইউক্রেন কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র সেন পারনেল নিশ্চিত করে বলেন, শান্তি নিশ্চিত করা পর্যন্ত এবং সেনা হত্যা ঠেকাতে ইউক্রেন যেন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে এজন্য ওয়াশিংটন তাদের আরও অধিক ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ সরবরাহ করবে।
তিনি আরও বলেন, ট্রাম্প ‘আমাদের আমেরিকা ফাস্ট ডিফেন্স প্রায়োরিটির’ ভিত্তিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে।
আপনার মতামত লিখুন :