ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ৫০তম জন্মদিনে ট্রাম্প অশালীন চিঠি পাঠিয়েছিলেন—এমন সংবাদ প্রকাশের ঘটনায় এ মামলা করেন তিনি। মামলায় ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের প্রধান রুপার্ট মারডককেও আসামি করা হয়েছে। এ মামলায় ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সংবাদমাধ্যমটি যে সংবাদ প্রকাশ করেছে, এতে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তিতে বড় ধরনের প্রভাব পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়। ট্রাম্পের আইনজীবীরা বলছেন, এই মামলার মাধ্যমে তিনি এপস্টিন ইস্যুতে বাড়তে থাকা রাজনৈতিক ইস্যুকে প্রতিরোধ করতে চান, যা পরবর্তী সময়ে নির্বাচনি প্রচারে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ ছাড়াও, ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ম্যানহাটনের ফেডারেল কোর্টে একটি আবেদন দাখিল করতে, যাতে জেফরি এপস্টিন এবং তার সাবেক সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের গ্র্যান্ড জুরি ট্রান্সক্রিপ্ট জনসমক্ষে প্রকাশ করা যায়। গিসলেইন ম্যাক্সওয়েল ২০২১ সালে কিশোরীদের যৌন হয়রানিতে সহায়তা করার অভিযোগে পাঁচটি ফেডারেল মামলায় দণ্ডিত হয়েছিলেন।
ট্রাম্প মামলায় দাবি করেছেন, ডাউ জোন্স, নিউজ করপোরেশন, রুপার্ট মারডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সুনাম ও আর্থিক ক্ষতি করেছেন। ডাউ জোন্স ওয়াল স্ট্রিট জার্নালের মূল কোম্পানি, যা নিউজ করপোরেশনের একটি শাখা।
মামলা দায়েরের আগেই শুক্রবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “আমি রুপার্ট মারডককে নিজের ও তার ‘আবর্জনার স্তূপ’ পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষে সাক্ষ্য দেওয়ার বিষয়টি দেখার অপেক্ষায় রয়েছি। এটা খুবই মজার অভিজ্ঞতা হবে!”
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ডাউ জোন্স এক বিবৃতিতে জানায়, তারা ট্রাম্পের এই মামলার বিরুদ্ধে শক্তভাবেই আইনি লড়াই করবে।
ডাউ জোন্সের একজন মুখপাত্র জানান, ‘আমরা আমাদের প্রতিবেদনের সত্যতা এবং পেশাগত মানের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং এ মামলার বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করব।’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এপস্টিনের সাবেক সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল এপস্টিনের জন্মদিন উপলক্ষে একটি অ্যালবাম তৈরির জন্য ট্রাম্পসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকে চিঠি লেখার অনুরোধ জানান। এর মধ্যে ট্রাম্পের চিঠিতে এক নগ্ন নারীর ছবি আঁকার পাশাপাশি তার স্বাক্ষরও ছিল।
এর মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জীবনে কখনো ছবি আঁকিনি, নারীর ছবি তো নয়ই। আর চিঠির কথাগুলো আমার ভাষা নয়, আমার শব্দ নয়।’
পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, এর মূল প্রতিষ্ঠান নিউজ করপোরেশন এবং এর প্রধান রুপার্ট মারডকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
ট্রাম্প লেখেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডককে সরাসরি সতর্ক করা হয়েছিল যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে প্রকাশিত তথাকথিত চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং এটি প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে মামলা হবে। মারডক বলেছিলেন তিনি বিষয়টি দেখবেন, কিন্তু তার সে ক্ষমতা ছিল না।’
আপনার মতামত লিখুন :