শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:০২ পিএম

ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত, দাবি ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:০২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়ে এ দাবি করেন তিনি। তবে কোন দেশের কতটি বিমান ভূপাতিত হয়েছে, তা বলেননি ট্রাম্প। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

জম্মু-কাশ্মীরের পাহেলগামে ২২ এপ্রিলের প্রাণঘাতী হামলার পর সামরিক উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বাস্তবতা হলো, বিমানগুলো গুলি করে নামানো হচ্ছিল। আমি মনে করি, পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।’

এদিকে, ট্রাম্পের এই দাবি নতুন করে নজর এনেছে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর ওপর, যা ভারতীয় সশস্ত্র বাহিনী মে মাসের শুরুতে চালায়। পাহেলগামে পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে এই অভিযান শুরু হয়, যা চার দিন ধরে চলে।

পাকিস্তান দাবি করে, ওই সংঘাতে তারা ভারতের কিছু বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি ফ্রেঞ্চ-নির্মিত রাফাল যুদ্ধবিমানও রয়েছে। ওই সময় কয়েকজন ভারতীয় পাইলটকেও আটক করা হয়। তবে এই দাবির পক্ষে তারা এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

ভারতের পক্ষ থেকে বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান মে মাসে সিঙ্গাপুরের শাংরি-লা সংলাপে এক সাক্ষাৎকারে স্বীকার করেন, ভারতীয় বিমানবাহিনী কিছু বিমান হারিয়েছে। তবে তিনি ‘ছয়টি ভারতীয় জেট ভূপাতিত’ হওয়ার দাবিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন।

চৌহান বলেন, ‘কতটি বিমান ধ্বংস হয়েছে তা নয়, বরং কেন সেগুলো ধ্বংস হয়েছে তা গুরুত্বপূর্ণ। সংখ্যা নয়, কারণ ও পরিণাম বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জানান, ভারত খুব দ্রুত কৌশলগত পরিবর্তন ঘটায় এবং পরবর্তী হামলাগুলোতে সফলভাবে পাকিস্তানের অভ্যন্তরে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে।

ভারত বারবার বলেছে, কোনো রাফাল বিমান হারায়নি এবং কোনো ভারতীয় পাইলটও ধরা পড়েনি।

ফরাসি বিমান নির্মাতা ‘ডাসো অ্যাভিয়েশন’-এর চেয়ারম্যান এরিক ট্রাপিয়ের ১৫ জুন চ্যালেঞ্জেস ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের দাবিকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তিনটি রাফাল ধ্বংস হওয়ার দাবি পুরোপুরি ভুল। সঠিক তথ্য সামনে এলে অনেকেই অবাক হবেন।’

ট্রাম্প আরও দাবি করেন, ১০ মে ঘোষিত যুদ্ধবিরতির পেছনে ছিল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ। তবে ভারত সরকার এই দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

ট্রাম্প বলেন, ‘আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তান, দুই পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিল। যুদ্ধটা বেড়েই চলেছিল। আমরা বাণিজ্যকেন্দ্রিক কূটনীতি ব্যবহার করে যুদ্ধ থামিয়েছি। বলেছি, তোমরা যদি বাণিজ্য চাও, তাহলে যুদ্ধ বন্ধ করো।’

ভারত বলছে, নয়াদিল্লি ও ইসলামাবাদ দ্বিপক্ষীয়ভাবে সংকট নিরসন করেছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা এতে ছিল না। ভারত এটাও অস্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের বাণিজ্যচুক্তি আটকে দিয়ে যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছিল।

ভারতের অপারেশন সিঁদুর শুরু হয় ৭ মে রাতে। তিন বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ভেতরে ‘সন্ত্রাসবাদী অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে’ একাধিক হামলা চালানো হয়।

Shera Lather
Link copied!