কোল্ডপ্লে কনসার্টে বড় পর্দায় একসঙ্গে ধরা পড়া নিয়ে তৈরি বিতর্কের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা। অ্যাস্ট্রোনমার নামের ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কোম্পানির প্রধান জনসংযোগ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট ও সাবেক সিইও অ্যান্ডি বাইরন সম্প্রতি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ঘটনার সূত্রপাত হয় লন্ডনে অনুষ্ঠিত একটি কোল্ডপ্লে কনসার্টে, যেখানে একটি জাম্বো স্ক্রিনে এক নারী ও এক পুরুষকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। ক্যামেরার সামনে তারা হঠাৎ লজ্জায় পড়ে যান এবং নিজেদের আড়াল করার চেষ্টা করেন। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন ওই মুহূর্তে কৌতুক করে বলেন, ‘হয়ত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, নয়তো তারা খুব লাজুক।’
ভিডিওটি দ্রুত ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষাধিক বার দেখা হয়, মিমে পরিণত হয় এবং টেলিভিশন অনুষ্ঠানেও তা নিয়ে রসিকতা শুরু হয়। এরপরই ভিডিওতে থাকা ব্যক্তিদের নিয়ে গুজব ও অনুমান শুরু হয়, যা থেকে কোম্পানির কর্মকর্তাদের পরিচয় সম্পর্কে নানা দাবি ওঠে।
ঘটনার পরপরই অ্যাস্ট্রোনমার একটি বিবৃতি দিয়ে জানায়, তারা বিষয়টি তদন্ত করছে এবং নাম প্রকাশ না করে জানায় যে কোম্পানির সিইও’কে ছুটিতে পাঠানো হয়েছে। এরপর দিনই অ্যান্ডি বাইরনের পদত্যাগের ঘোষণা আসে। পরবর্তীতে ক্রিস্টিন ক্যাবটও প্রতিষ্ঠান ছেড়ে দেন।
বর্তমানে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডিজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাবলী এমন এক মাত্রার গণমাধ্যমের মনোযোগ এনেছে, যা আমাদের মতো ছোট একটি স্টার্টআপের জন্য একেবারেই অপ্রত্যাশিত। রাতারাতি আমাদের নামটি পরিচিত হয়ে উঠেছে।’
তিনি আরও জানান, অ্যাস্ট্রোনমার এখন তার মূল লক্ষ্য ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উদ্ভাবন নিয়ে এগিয়ে যাবে।
তথ্যসূত্র: বিবিসি