ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ভারতের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১২:২৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্টের সময়সীমার আগে একটি বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার এ খবর জানানো হয়েছে।

স্কটল্যান্ড সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ভারত আমাদের ভালো বন্ধু, তবে তারা প্রায় সব দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করে থাকে। আপনি এটা করতে পারেন না।’

আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বহু বাণিজ্য অংশীদারের ওপর পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলেও, পরে আলোচনার সুযোগ রেখে তা ১০ শতাংশে নামিয়ে আনা হয়।

তবে বর্ধিত সময়সীমা সত্ত্বেও এখন পর্যন্ত মাত্র কিছুসংখ্যক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার সোমবার জানান, ভারতের বাজারে মার্কিন রপ্তানির প্রবেশাধিকারে সুযোগ তৈরি করার ক্ষেত্রে দেশটির অবস্থান জানতে যুক্তরাষ্ট্রের আরও সময় প্রয়োজন।

এর আগে মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারত ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্কের জন্য প্রস্তুতি নিচ্ছে।