রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রশান্ত মহাসাগরীয় উপকূল ঘিরে বিভিন্ন দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই অঙ্গরাজ্যও। এ কারণে সতর্কতা জারির পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপকূলবাসীকে নিরাপদে থাকা ও মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘প্রশান্ত মহাসাগরে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত উপকূলে সুনামি নজরদারি কার্যকর রয়েছে। জাপানও ঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা মনোবল ধরে রাখুন এবং সাবধানে থাকুন।’
শক্তিশালী এই ভূমিকম্পের পর এশিয়ার ফিলিপাইন ও ইন্দোনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া চীনের কিছু এলাকায় সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্রের আলাস্কা, হাওয়াই, মেক্সিকো ও পেরুতেও সুনামি সতর্কতা জারি করা হয়। সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরমুখী ফিলিপাইনের উপকূলীয় কিছু এলাকায় সর্বোচ্চ ১ মিটার (৩.৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে প্রথম ঢেউ পৌঁছাতে পারে।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার ভূকম্প ও আবহবিদ্যা সংস্থাও সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, দেশটির কিছু অঞ্চলে বুধবার বিকেলের মধ্যে সর্বোচ্চ ০.৫ মিটার (১.৬ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে।
এরই মধ্যে রাশিয়া ও জাপানের বেশকিছু এলাকা সুনামিতে প্লাবিত হয়েছে। রাশিয়ার একটি বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ প্লাবিত হয়েছে। প্রায় ২ হাজার জনসংখ্যার শহরটির বাসিন্দাদের ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জাপান ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থাগুলো প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮.০ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮.৭ মাত্রা নির্ধারণ করে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটির মাত্রা ৮ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরে এবং জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৬০ মাইল) দূরে। এনএইচকে টেলিভিশন জানিয়েছে, হোক্কাইডোতে ভূমিকম্পটি সামান্য অনুভূত হয়েছে।
আপনার মতামত লিখুন :