সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ‘অন্ধকার সময়’-এর মধ্যদিয়ে যাচ্ছে, যেখানে নির্বাহী বিভাগ সংবিধান ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখছে। বৃহস্পতিবার শিকাগোতে অনুষ্ঠিত ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বাইডেন বলেন, ‘আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের অতীত ও ভবিষ্যতের মাঝে একটি বিভাজন তৈরি করে। এমন মুহূর্তে আমাদের নিজেদের, আমাদের প্রতিষ্ঠানগুলো ও আমাদের গণতন্ত্রের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমার দৃষ্টিতে, যুক্তরাষ্ট্র এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।’
বাইডেন বক্তৃতায় ট্রাম্পের নাম উল্লেখ না করে বারবার ‘এই লোক’ শব্দ ব্যবহার করেন। তিনি বলেন, ‘আদালত গুরুত্বপূর্ণ, আইন গুরুত্বপূর্ণ, সংবিধান গুরুত্বপূর্ণ। এখন মানুষ সেটা উপলব্ধি করতে শুরু করেছে—এই প্রেসিডেন্টের অধীনে আমরা যে চাপের মধ্যে আছি, সেটা বুঝতে পারছে।’
বাইডেন কিছু বড় আইন-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে বলেন, ‘কিছু প্রতিষ্ঠান ন্যায়বিচারের ভিত্তিতে নয়, বরং ভয় আর চাপে নতি স্বীকার করে চলেছে।’ পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সংবাদমাধ্যমকেও এই অবস্থার দায়ে অভিযুক্ত করেন।
তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন তার (বাইডেনের) সময়কালের অর্জনগুলোকে ধ্বংসের চেষ্টা করছে। ইতিহাস মোছার চেষ্টা করছে, ন্যায়বিচার ও সাম্যবাদের চিহ্ন মুছে ফেলছে।’
নিজের বার্ধক্য নিয়ে হালকা রসিকতা করে বাইডেন বলেন, ‘আমি এক বিরল সম্মানে ভূষিত হয়েছি—যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সিনেটর এবং সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি।’
উল্লেখ্য, বাইডেন বর্তমানে প্রোস্টেট ক্যানসার চিকিৎসার মধ্যদিয়ে যাচ্ছেন এবং হোয়াইট হাউস ছাড়ার পর তুলনামূলকভাবে শান্ত জীবনযাপন করছেন। তিনি এখন উইলমিংটন ও রেহোবথ বিচে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন এবং একটি নতুন বই লেখার কাজ করছেন।
আপনার মতামত লিখুন :