ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ট্রাম্পের ‘সম্ভাব্য’ উত্তরসূরির নাম ঘোষণা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:২৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স আগামী ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার উত্তরসূরি হতে পারেন। তিনি বলেছেন, ভ্যান্স এই মুহূর্তে ‘সম্ভবত সবচেয়ে জনপ্রিয়’ ও ‘বিশেষভাবে উপযুক্ত’।

মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি ওহাইওর সাবেক সিনেটর জেডি ভ্যান্সকে ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন (MAGA)’ আন্দোলনের উত্তরাধিকারী হিসেবে সমর্থন করবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি ভাইস প্রেসিডেন্ট এবং অসাধারণ কাজ করছেন। আমি মনে করি এই মুহূর্তে তিনি সবচেয়ে এগিয়ে।’

ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে রিপাবলিকান টিকিটে ভ্যান্সের সঙ্গে ফ্লোরিডার সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মার্কো রুবিওরও স্থান হতে পারে।

এদিকে, একটি টেলিভিশন সাক্ষাৎকারে ২০২৮ সালে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘না, সম্ভবত না। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। এখন আমার জরিপে সবচেয়ে ভালো ফলাফল আছে।’

যদিও ট্রাম্প আগে মাঝে মাঝে তৃতীয় মেয়াদে প্রার্থিতার ইঙ্গিত দিয়েছেন, তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুটি মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পান।

চলতি বছরের শুরুতে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস একটি সংবিধান সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন, যাতে টানা না হলে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার সুযোগ দেওয়ার কথা বলা হয়। তবে প্রস্তাবটি উল্লেখযোগ্য সমর্থন পায়নি।

সূত্র: রয়টার্স, সিএনএন