ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ১৪ শিক্ষার্থী আহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০১:০১ এএম
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ছবি- সংগৃহীত

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের (সিইসি) শিক্ষার্থীদের আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ হামলার ঘটনা ঘটেছে। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করেনিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ ঘটনা ঘটেছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল ৫ আগস্ট কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়। আজ টুর্নামেন্ট চলাকালীন সময়ে ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জেনেছি। বিষয়টি শাহপরান থানার ওসি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি মহোদয়কে জানানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ চলাকালে ছাত্রলীগের একটি দল মাঠে এসে অতর্কিতভাবে হামলা চালায়। তারা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।

শিক্ষার্থীরা আরও জানান, হামলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল। হামলার মূল পরিকল্পনায় ছিল স্থানীয় ছাত্রলীগ নেতারা- মামুন, আবির, রায়হান, বিপ্লবসহ আরও কয়েকজন। শিক্ষার্থীদের দাবি, হামলাকারীদের মধ্যে একজনকে তারা আটক করতে সক্ষম হয়েছেন।

আহত শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, ‘এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক একটি ঘটনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে হামলা প্রমাণ করে, তারা এই ইতিহাসকে মেনে নিতে পারে না।’